বরিশাল
বরিশালে প্রবাসী তরুনীর কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবী বিএনপি নেতার
বরিশালে প্রবাসী তরুনীর বাড়িতে গিয়ে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি (৩১ অক্টোবর) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাঁড়িয়াল ইউনিয়নে ঘটে। বিএনপি নেতার হুমকিধামকি ও চাঁদা দাবির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার শনিবার সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী জাহিদা আক্তার বলেন- আমার মায়ের দ্বিতীয় স্বামী বজলু হাওলাদারের সাথে এক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। সেই বজলুর পক্ষ নিয়ে বিএনপি নেতা কামরুজ্জামান মিজান মিয়া অন্যায় ভাবে শুক্রবার আমাদের বাড়িতে গিয়ে বলেন- এই বাড়িতে থাকতে হলে চল্লিশ লাখ টাকা দিতে হবে। সে সময় মিজান মিয়া আরও বলেন- টাকা না দিলে কিভাবে এই গ্রামে বসবাস করো তোদের দেখে নিবো। বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়ার হুমকি-ধামকিতে ওই পরিবারটি পালিয়ে বেড়াচ্ছে। জায়িদা আক্তারের মা শিমু বেগম বলেন, আমার মেয়ের টাকায় উঠানো বাড়ি। বাড়ির দলিলপত্র আমার মেয়ের নামে। অথচ আমার সাবেক স্বামী বজলু ও বিএনপি নেতা কামরুজ্জামান মিজান মিয়া একের পর এক বেফাঁস মন্তব্য ও বাড়ি থেকে চলে যাওয়ার হুমকিধামকি দিয়েই চলছে। তাই আজ বরিশালে সাংবাদিক সম্মেলন করে তাদের বিচারের দাবি জানিয়েছি।
তিনি আরও বলেন- দেশে যদি আইনকানুন থাকে তাহলে তাদের দৃষ্টি কামনা করি। তারা যেনো সঠিক তদন্ত করে বজলু ও বিএনপি নেতা কামরুজ্জামান মিজান মিয়াকে আইনের আওতায় নিয়ে সঠিক বিচার করে। এসব বিষয়ে জানতে বিএনপি নেতা কামরুজ্জামান মিজান মিয়া কল করা হলে তিনি বলেন- ঐ বাড়িতে বজলু হাওলাদারের ছয় শতাংশ জমি রয়েছে সেই বিষয়ে কথা বলতে তাদের বাড়িতে গিয়েছিলাম। তবে তাদের বাড়িতে গিয়ে হুমকিধামকি ও চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি এই বিএনপি নেতা।



