পিরোজপুর
পিরোজপুরে ছুটির দিনেও ক্লাস চলছে স্কুল-মাদরাসায়, বন্ধ কলেজ
শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দাবির আন্দোলনে আট দিন বন্ধ থাকার ক্ষতি পোষাতে স্কুল, মাদরাসা, কলেজ খোলা রাখার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারই ধারাবাহিকতায় ঘোষণা দেয়ার আজ দ্বিতীয় শনিবার পিরোজপুরে স্কুল – মাদরাসার শ্রেণি কার্যক্রম চালু ছিলো। তবে গত শনিবার ও আজকে কাউখালী উপজেলার মহিলা ডিগ্রি কলেজ বন্ধ রয়েছে।
জানা যায়, ঘোষণা অনুযায়ী আজ দ্বিতীয় শনিবার (১ নভেম্বর) শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেয়া ও জাতির ঋণ পরিশোধ করার উদ্দেশ্যে বন্ধের দিনেও ক্লাস নিচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। ছুটির দিন হওয়াতে স্কুল – মাদরাসায় শিক্ষার্থী উপস্থিতি কম দেখা গেছে। তবে কাউখালী উপজেলার একমাত্র বেসরকারি মহিলা ডিগ্রি কলেজে গত শনিবার ও আজকে কোন ক্লাস নেননি শিক্ষকরা।ছুটির দিনেও ক্লাস চলছে পিরোজপুরের স্কুল-মাদরাসায়
ক্লাস না নেয়ার বিষয়ে কাউখালী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অলক কর্মকার বলেন, শনিবার ক্লাস নেয়ার জন্য আমাদের কোন নির্দেশনা না থাকায় শনিবার কলেজ বন্ধ রয়েছে। সে ধরনের নির্দেশনা থাকলে অবশ্যই আমরা ক্লাস নিতাম।
নেছারাবাদ উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে এ দেশের জনগণ ও শিক্ষার্থী অভিভাবক আমাদের সঙ্গে ছিলেন। তাদের ঋণ পরিশোধ করতে, তাদের সন্তানদের পাশে থাকা শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য। তাই আমরা বিবেকের তাড়নায় আজ দ্বিতীয় শনিবার ক্লাস নিচ্ছি।



