বরগুনা
বরগুনায় সাইন্স সোসাইটির আয়োজনে মহাকাশ ক্যাম্প উদ্বোধন
বরগুনা সাইন্স সোসাইটির আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বরগুনা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় (৩১ অক্টোবর) আজ বরগুনা সার্কিট হাউজ মাঠে বিকাল ৪ টায় দুদিন ব্যাপী মহাকাশ ক্যাম্প আয়োজন করা হয়েছে।
মহাকাশ ক্যাম্প উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের কিউরেটর মাসুদুর রহমান, এস এম আবু হান্নান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন অর রশিদ রিংকু।
উদ্বোধনে বিজ্ঞান জাদুঘরের উর্ধ্বতন কর্তৃপক্ষ, তরুণ ও কিশোর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রহস্যময় মহাকাশ অনেক বেশি রোমাঞ্চকর। মাহাকাশ একটু উঁকি দিতে ইচ্ছা হয় সবারই। গল্প করতে করতে চাঁদের সাথে হেটেছেন কখনো? কিভাবে জোয়ার-ভাটা হয় ভেবেছেন? মহাকাশ কত বিশাল চিন্তা করেছেন? এমন কতো কতো ভালো লাগা আর জিজ্ঞাসা আমাদের এই মহাকাশকে ঘিরে। তাই এবার ৫ম বারের মতো বরগুনাবাসীর জন্য সাইন্স সোসাইটির আয়োজনে মহাকাশ ক্যাম্প-২০২৫েউদযাপন করা হচ্ছে।



