উজিরপুর
বরিশালের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় শের-ই-বাংলা দল চ্যাম্পিয়ন
বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কোর আর্থিক সহায়তায় বরিশালের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ নৌকা বাইচ বরিশালের সন্ধ্যা নদী সংলগ্ন শিকারপুর সরকারি ডিগ্রী কলেজ থেকে শুরু করে বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কের এম এ জলিল সেতুতে শেষ হয়।
এবারের নৌকা বাইচের চূড়ান্ত পর্বে ৬টি বাচারী নৌকা অংশ নেয়। বরিশালের ছয় কৃতী সন্তানের নামানুসারে এসব নৌকার নামকরণ করা হয় যথাক্রমে শের ই বাংলা একে ফজলুল হক, বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, কবি জীবনানন্দ দাস, সেক্টর কমান্ডার মেজর জলিল, কবি সুফিয়া কামাল এবং জুলাই শহীদ নামে।
প্রতিযোগিতায় শের ই বাংলা একে ফজলুল হক চ্যাম্পিয়ন এবং মেজর জলিল প্রথম রানার আপ ও জুলাই শহীদ দল দ্বিতীয় রানার আপ হবার গৌরব অর্জন করে।
উজিরপুরের নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন ছাড়াও জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের জনশিক্ষা বিভাগের পরিচালক আসমা ফেরদৌসীও উপস্থিত ছিলেন।



