বরিশাল
খসড়া গঠনতন্ত্র প্রকাশ ববিতে বইছে ছাত্রসংসদ নির্বাচনের হাওয়া
জুলাই গণঅভ্যুত্থানের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের দাবি ছিল ছাত্রসংসদ নির্বাচন। শিক্ষার্থীদের দাবির মুখে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর)বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কেন্দ্রীয় ছাত্র সংসদ এর খসড়া গঠনতন্ত্র প্রকাশ করেছে। খসড়া গঠনতন্ত্র প্রকাশিত হবার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বইছে নির্বাচনী হাওয়া।
বৃহস্পতিবার প্রকাশিত খসড়া গঠনতন্ত্রে কেন্দ্রীয় সংসদে ২৫ টি এবং প্রত্যেকটি হল সংসদে ১৫টি করে পদ রাখার প্রস্তাব করা হয়েছে। ববিতে হল রয়েছে চারটি। কেন্দ্রীয় সংসদের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদাধিকার বলে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, হল সংসদে ১৫টি পদ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে হল প্রভোস্ট পদাধিকার বলে সভাপতি হবেন।
খসড়ায় বলা হয়েছে, প্রার্থী হতে হলে শিক্ষার্থীকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়ে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে। তবে দ্বিতীয় বা তার অধিক স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবেন না।
 এছাড়া, সান্ধ্যকালীন, নির্বাহী, বিশেষ মাস্টার্স, এমফিল, পিএইচডি, ডিপ্লোমা বা ভাষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা বাকসু নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবেন।
এদিকে ছাত্র সংসদ নির্বাচনের খবরে বর্তমানে ববিতে ক্রিয়াশীল ছাত্রসংগঠন ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্রীসংস্থা, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্রসংগঠন অসংখ্য শিক্ষার্থীবান্ধব কর্মসূচি গ্রহণ করছে। এসব ছাত্র সংগঠনের মধ্যে কয়েকটি ছাত্রসংগঠন জুলাই অভ্যুত্থানের পর থেকেই ভোট বাগাতে কৌশলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। এরমধ্যে পাঠচক্র, ছাত্রসংসদ নির্বাচনের পক্ষে-বিপক্ষে ভোটগ্রহণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ দাবি আদায়ের বিভিন্ন আন্দোলনের মধ্যদিয়ে নিজ দলের পরিচিতি বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
জমজমাট হয়ে উঠছে ববির ক্যাফেটেরিয়াসহ চায়ের দোকান থেকে পড়ার টেবিল। ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক আইডিসহ ববি সংশ্লিষ্ট বিভিন্ন পেজ ও গ্রুপে চলছে আলোচনা।
 ছাত্রসংসদ নির্বাচনের প্যানেল দেওয়া সম্পর্কে জানতে চাইলে ববির ছাত্রদল নেতা মো.মোশাররফ হোসেন বলেন, আমরা ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের জন্য কাজ করে চলেছি।আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়াসহ নিজেরা আলোচনা করে শিক্ষার্থীদের মধ্যে পরিচিত মুখ দিয়েই ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো।
 গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ভূমিকা সরকার বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশার সাথে সংগতি রেখে বিগত দিনে  শিক্ষার্থীদের অধিকার আদায়ে যারা সক্রিয় ছিলেন এবং ভবিষ্যতেও যারা শিক্ষার্থীদের অধিকারের পক্ষে লড়াই করতে যারা লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ।এমন একদল কমিটেড মানুষ নিয়ে আমরা ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো।
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাসিবুল হোসেন বলেন, আমরা প্যানেল নিয়ে নির্বাচনে যাবো।আমাদের প্যানেলে সংগঠন বা সংগঠনের বাহিরের যারা শিক্ষার্থীদের জন্য নিবেদিত প্রাণ তাদেরকেও যুক্ত করব। শুধু নিজেদের সংগঠনের নয়। এমনকি নারী শিক্ষার্থীরাও আমাদের প্যানেলে থেকে নির্বাচন করতে পারবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলামের সাথে মুটোফোনে যোগাযোগ করার চেষ্টা করে ব্যার্থ হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন ও পরিকল্পনা সম্পাদক মোকাব্বেল শেখ বলেন, ইনক্লুসিভ প্যানেল হবে।যেখানে সবাই থাকবে।



