পটুয়াখালী
পটুয়াখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত
পটুয়াখালীতে দুর্বৃত্তের ছুরিঘাতে মোশারফ খান (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত এক ছেলে ও এক মেয়ের জনক। তার ছেলে আসিফ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মেয়ে মালা সেহাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ বুধবার রাতেও সারা দিন অটোরিকশা চালিয়ে রাত ১০টার দিকে বাড়ি ফেরেন মোশারফ। খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। পাশের ঘরেই ছিলেন তার স্ত্রী শাহনাজ বেগম ও মেয়ে মালা। পরে রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা মাটির ঘরের সিধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে।
তারা প্রথমে মোশারফের স্ত্রী ও মেয়ের কক্ষে ঢোকার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে মালা চিৎকার দেন। তার চিৎকার শুনে মোশারফ দৌড়ে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় মোশারফকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী ও স্বজনরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, ‘আমার স্বামী আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার না থাকার শূন্যতা আমাদের ভেঙে দিয়েছে। আমার ছেলে ঢাকায়, সব দায়িত্ব আমার কাঁধে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’


