চরফ্যাশন
ভোলায় ৬ অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ
ভোলার চরফ্যাশন উপজেলায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে ৬ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ অক্টোবর সোমবার বিকাল ৫টা হতে আজ মধ্যরাত ১টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার চরফ্যাশন উপজেলার শুকখালি খালে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং জব্দকৃত অবৈধ ট্রলিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুলারহাট থানায় হস্তান্তর করা হয়।



