পটুয়াখালী
পটুয়াখালীতে বাজার ইজারা নিয়ে সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু
পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে বাজার ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত মফিজুল হক মৃধা নামে এক বিএনপি নেতা মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) মারা যান তিনি।
মফিজুল হক লোহালিয়া ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক নেতা ছিলেন।
মফিজুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন, ‘মফিজ ভাই দলের একজন নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁকে যারা হত্যা করেছে, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’
এ ব্যাপারে সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, মফিজুল হক মারা যাওয়ায় আগেই দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপ নেবে। ইতোমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার ইজারাকে কেন্দ্র করে ৮ অক্টোবর রাতে স্থানীয় দুপক্ষের সংঘর্ষ হয়। এতে বিএনপি নেতা মফিজুল ও পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ এবং মফিজুল হক বাদী হয়ে পৃথক মামলা করেন।



