কাউখালী
কাউখালীতে ‘‘মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের কাউখালীতে ‘‘মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’’ শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।
আজ সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগ এর আয়োজনে ‘‘মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’’ শীর্ষক অ্যাডভোকেসি সভায় উপজেলা নাগরিক অধিকার দলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিরাপাড়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেন, সয়না ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও নাগরিক অধিকার দলের সয়না ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান মন্টু, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, সিআরজি সদস্য মুকুল খানম, পংকজ কুমার মন্ডল, সূর্যকান্ত বিশ্বাস প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন কাউখালী নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার উত্তম কুমার রায়। মূল প্রবন্ধ পাঠ করেন নাগরিক উদ্যোগের সহকারী এরিয়া অফিসার রকিবুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল সদর নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার সুপ্রিয় দত্ত। অ্যাডভোকেসি সভায় বিভিন্ন পেশার ৬৫জন
প্রতিনিধি অংশগ্রহণ করেন।