কাউখালী
কাউখালীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় নারীর ১০ দিনের জেল
নিজস্ব প্রতিবেদক : জেলার কাউখালীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক নারীকে (২৫) আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই নারীকে ১০ দিনের কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা পরিষদের বি আর ডিপির কর্মকর্তাদের বসবাসের পরিত্যক্ত ভবনের একটি কক্ষে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পান ইউএনও স্বজল মোল্লা। পরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। এ সময় উপজেলার মাগুরা গ্রামের এক যুবক কৌশলে পালিয়ে যান।
ইউএনও স্বজল মোল্লা বলেন, উপজেলা পরিষদের কর্মকর্তাদের বসবাসের পরিত্যক্ত ভবনের একটি কক্ষে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।