বরিশাল
কলেজ এভিনিউতে নির্মাণাধীন ভবনে শ্রমিকের লাশ
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীর কলেজ এভিনিউতে নির্মাণাধীন ভবনে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে।
আজ রবিবার সকাল ৯টার দিকে ঐ ভবনের নিচতলায় একব্যক্তিকে পরে থাকতে দেখে (৯৯৯)কল করে ঐ ভবন মালিকের একজন। পরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম আঃ কুদ্দুস (৫৫) তিনি নগরীর পলাশপুরে ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয়রা বলেন আজ সকালে কলেজে এভিনিউর ১০ নং গল্লির অপজিটের নবনির্মিত ভবনে কাজ করতে এসে মারাজান শ্রমিক কুদ্দুস।
নিহত কুদ্দুস নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভেরনবাড়ি গ্রামের মৃত মালেকের ছেল। ঘটনাস্থলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামসহ সিআইডি ও পিআইবির কর্মকর্তারা জানান ময়নাতদন্তের জন্য লাস মর্গে পাঠানো হয়েছে।