কলাপাড়া
কলাপাড়ায় ৩ রেস্টুরেন্ট ও ৭ মুদি ব্যবসায়ীকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
পটুয়াখালীর কলাপাড়ায় পঁচা,বাসি খাবার বিক্রির দায়ে ৩ রেস্টুরেন্ট মালিককে ৩০ হাজার ও অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির দায়ে ৭ মুদি দোকান ব্যবসায়িকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার দুপুরে কলাপাড়ার বাস স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তায় ও পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোহাইব মিয়া।
অর্থদন্ড প্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, অতিথি রেস্টুরেন্ট ১৫ হাজার টাকা, নিউ ঢাকা হোটেল ৫ হাজার টাকা, হোটেল আল-মদিনা ১০ হাজার টাকা। এছাড়া নূর ষ্টোর্স ৩ হাজার টাকা, আকন ট্রের্ডাস ২ হাজার টাকা, মা-ষ্টোর্স ২ হাজার টাকা, বায়েজিদ ষ্টোর্স ২ হাজার টাকা, খেপুপাড়া ষ্টোর্স ৫ হাজার টাকা, ফিরোজ ষ্টোর্স ৫ হাজার টাকা ও জুয়েল পোল্ট্রি ৫ হাজার টাকা।
এসময় ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, কলাপাড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোহাইব মিয়া জানান, বাজার নিয়ন্ত্রন রাখতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।