কলাপাড়া
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বন কর্মকর্তার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বন কর্মকর্তা আব্দুস সালাম বিশ্বাস (৫৭) মারা গেছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে কলাপাড়া -পটুয়াখালী সড়কের পলাশ ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আমতলী কর্মস্থল থেকে সন্ধ্যার পরে এ কর্মকর্তা মোটরসাইকেল যোগে কলাপাড়ার বাসায় ফিরছিলেন।
কলাপাড়ার পলাশ ফিলিং স্টেশনের কাছে সড়কের পাশে থামানো গাছ বোঝাই একটি টমটমের সঙ্গে নিহত বন কর্মকর্তার মোটরসাইকেল সজোরে ধাক্কা লেগে গাছের সঙ্গে মাথায় গুরুতর জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলাপাড়া হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান জরুরি বিভাগের চিকিৎসক। বরিশালে চিকিৎসা চলাকালে তিনি মারা যান।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, নিহত কর্মকর্তার লাশ বরিশাল থেকে নিয়ে আসলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।