কলাপাড়া
কলাপাড়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় ‘‘সামাজিক সম্প্রীতি সমাবেশ’’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন উদ্যোগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের শেখ কামাল অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো.মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসীম।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অং হেলথ্ এন্ড এডুকেশন ডেভেলপেন্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক নিউ নিউ খেইন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হিরা হাওলাদার স্বপন, উপজেলা পরিষদ জামে মসজিদ ইমাম মাওলানা মাসুম বিল্লাহ রুমি, মাটিন বৈরাগী প্রমুখ।
সমাবেশে মুসলিম, হিন্দু, খ্রীষ্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।