কলাপাড়া
কলাপাড়ায় শিশু কণ্যাকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় এক শিশু কণ্যা (১১) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার চম্মাপুর ইউপির মাসুয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় গতকাল রাতে ওই শিশুর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ওই শিশু গতকাল সন্ধায় তাদের বাড়ির পাশ্ববর্তী মাঠ থেকে গরুর বাছুর খুজতে যায়। এসময় তাকে একা পেয়ে আমির ধর্ষন চেষ্টা চালায়। তাৎক্ষনিক ওই শিশুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, ভোর রাতে অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।