কলাপাড়া
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মিঠুন হাওলাদার (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কলেজ বন্ধ থাকার কারণে পরিবারের জোগান দিতে সে স্থানীয় একটি ডেকরেটরে কাজ নেয়। ডেকরেটরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মিঠুন হাওলাদার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। সে উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাখন হাওলাদারের ছেলে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।