কলাপাড়া
কলাপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ কলাপাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ১১ টায় বালিয়াতলী ইউনিয়ন এর হাড়িপাড়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সাড়ে ১১ টার দিকে কলাপাড়া উপজেলার ১০ নং বালিয়াতলী ইউনিয়ন এর হাড়িপাড়া গ্রামে মো. সাইফুল ইসলামের ছেলে আবদুল্লাহ (২) বছর নিজ বাড়ীর পুকুর পাড়ে অন্য শিশুদের সাথে খেলা করতে গিয়ে সকলের অগোচরে পুকুরে পরে ডুবে যায়।
পরে মো. সাইফুল ইসলাম তাঁর পুত্রকে না দেখে এদিক সেদিক খোঁজা খুজি করতে থাকে। পরে নিজ বাড়ীর পুকুরে শিশুর লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।