কলাপাড়া
কলাপাড়ায় কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিজামপুর কোস্টগার্ডের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী মশিউর (২২)কে ৪০০ পিচ ইয়াবাসহ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও অপহরণ নিজামপুর কোস্টগার্ড স্টেশনের কন্টিজেন্টাল কমান্ডার এন ইউ আর এফ পি ও – এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুরান মহিপুর ব্রীজসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অপহরণ মামলা রয়েছে। নিজাম পুর গ্রামে আতাহার আলী হাজীর ছেলে মশিউর।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় শীর্ষ মাদক কারবারী মশিউর ধরা ছোয়ার বাহিরে থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। পরবর্তীতে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং রবিবার দুপুরে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।