কলাপাড়া
কলাপাড়ার দুই ইউনিয়নে সুষ্ঠু পরিবেশে নির্বাচন চলছে
নিজস্ব প্রতিবেদক , কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়ায় লতাচাপলী ও ধুলাসার ইউনিয়নের সাধারণ নির্বাচনে আজ বুধবার সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
দুপুর পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আাইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে।
ভোটাররা সকাল থেকে কেন্দ্রে গিয়ে ভিড় করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ জানান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সকল ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।