বরিশাল
কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে প্রশংসিত এএসআই জামাল, পুলিশ কমিশনার দিলেন সম্মাননা ক্রেস্ট
মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ কমিশনার হাতে শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী কর্মকর্তা হিসাবে সম্মাননা ক্রেস্ট পেয়েছে এএসআই (নিরস্ত্র) জামাল হোসাইন। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০ টায় পুলিশ কমিশনার জিহাদুল কবিরের সভাপতিত্বে রুপাতলী পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, এসময় বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতাসহ ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন।
এ’সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম’ কোতয়ালি মডেল থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) জামাল হোসাইনকে শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী কর্মকর্তা হিসাবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এছাড়াও বিগত মাসের পারফরমেন্সের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির।
এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভুঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা প্রমুখ।’