বরিশাল
করোনা সচেতনতায় বরিশাল নগরীর মসজিদে মসজিদে পুলিশ
নিজস্ব প্রতিবেদক।। করোনা দুর্যোগ মোকাবিলায় বরিশাল নগরীর জনগণকে সচেতন করতে মসজিদে মসজিদে মেট্রোপলিটন পুলিশের কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের আগে নগরীর মুসলিম গোরস্থান রোড জামে মসজিদে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এই কর্মসূচির সূচনা করেন।
মুসুল্লিদের উদ্দেশে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। মাস্ক না পরে বের হওয়া শাস্তিযোগ্য অপরাধ, এ জন্য আইন রয়েছে। মসজিদের ভেতরেও অনেক মুসুল্লি মাস্ক পরেননি। জনসমাগম স্থলে মাস্ক পরা বাধ্যতামূলক।
তিনি বলেন- ‘করোনা ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবার স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। মসজিদে সবাই মাস্ক পরে এলে এর থেকে কল্যাণকর আর কী হতে পারে!’
পুলিশ কমিশনার শাহাবুদ্দিন আরও বলেন, করোনা মোকাবিলায় জনগণকে সচেতন করা ও পুলিশি সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে নানা কার্যক্রম চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।’