গৌরনদী
করোনা শনাক্ত হওয়ায় গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন
গৌরনদী প্রতিনিধি।। গৌরনদী উপজেলার বাটাজোর বন্দর এলাকার এক বাসিন্দার করোনা পজিটিভ হওয়ায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউনের ঘোষনা দেয়া হয়েছে। পাশাপাশি ওই ব্যক্তির বাড়ির আশে পাশে ২৫টি বাড়ি ও বাটাজোর বন্দর লকডাউন করার ঘোষনা দেয় উপজেলা প্রশাসন। বুধবার ৬ মে রাতে উপজেলা প্রশাসনের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্ত নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলো এবং তিনি যেখানে বসবাস করতেন সেই এলাকা ঘনবসতি পূর্ন হওয়া সেই স্থানও লকডাউন করা হয়। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।