কলাপাড়া
করোনা মোকাবিলায় গলাচিপায় গণটিকা কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক ॥ সারাদেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় ইউনিয়ন পর্যায়ে করোনা মোকবিলায় গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ৯টায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয় টিকা কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহিন।
উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১টি করে কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে। বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও সকাল থেকে কেন্দ্রগুলোতে টিকা গ্রহীতাদের ছিল উপচে পড়া ভিড়।
প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষের আলাদা আলাদা ৩টি করে বুথের মাধ্যমে ৬০০ জনকে এ টিকা প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে তিনজন পরির্দশক, ছয়জন স্বাস্থ্যকর্মী ও নয়জন স্বেচ্ছোসেবী কাজ করছেন। শনিবার প্রথম দিনে উপজেলার ৭ হাজার ৮০০ মানুষকে এ টিকা প্রদান করা হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম প্রমুখ।