জাতীয়
করোনা: বাংলাদেশকে ৯ কোটি ৬০ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের
রিপোর্ট দেশ জনপদ ॥ বাংলাদেশেকে মহামারি মোকাবিলায় ৯ কোটি ৬০ লাখ ডলার সহায়তা দিয়েছে। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আজ মঙ্গলবার এ তথ্য জানায়। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আরও জানায়, মহামারি করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে বাংলাদেশের পাশে থাকবে।
এছাড়াও যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ এর আরও ২৫ লাখ ডোজ টিকা অনুদান দিয়েছে। ফাইজারের তৈরি এই টিকাগুলো আমেরিকার জনগণের পক্ষ থেকে উপহার হিসেবে এসেছে ।
এই টিকা দেওয়ার পর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মোট টিকা অনুদানের পরিমাণ দাঁড়ালো ৯০ লাখ। ফাইজারের তৈরি এই টিকার অনুদানও যুক্তরাষ্ট্র কর্তৃক ২০২২ সালের মধ্যে সারা বিশ্বে বিনামূল্যে ফাইজারের তৈরি ১ বিলিয়ন ডোজ টিকা অনুদান দেওয়ার বৃহত্তর অঙ্গীকারের অংশ।
বাংলাদেশে মহামারি মোকাবিলায় সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র ৯ কোটি ৬০ লাখ ডলার অর্থ সহায়তা এবং নিরাপদ ও দক্ষভাবে টিকার ইনজেকশন দিতে কয়েক হাজার সেবাদানকারী ও স্বাস্থ্যসেবা পেশাজীবীকে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে ফাইজারের টিকা ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণও অন্তর্ভুক্ত।