বরিশাল
বরিশাল নগরীর মা ও শিশু কেন্দ্রে
করোনা টিকায় সিরিয়াল অনিয়ম
নিজস্ব প্রতিবেদক: করোনা টিকাদান কেন্দ্রে সিরিয়ালে দুনম্বরি দেখা গেছে। আজ বরিশাল নগরীর কালিবাড়ি রোডস্থ মা ও শিশু কেন্দ্রের করোনা টিকাদান বুথে এ অনিয়মের কারনে টিকা গ্রহীতাদের ভোগান্তি বেড়েছে। ভুক্তভুগীদের তোপের মুখেও পরতে হয়েছে বুথের জনবলদের। পরে এসে আগে টিকা দিয়ে চলে গেছে এমন দুনম্বরি হাতেনাতে ধরার পরে উপস্থিত অপেক্ষমান টিকা প্রত্যাশিদের জনরোষে পরতে হয়েছে করোনা বুথের টিকাদান কর্মী হাবিবুর রহমান বাপ্পিসহ অনান্যদের।
সরেজমিনে আরো দেখা গেছে বিশেষভাবে অন্যত্র বসিয়ে সিরিয়াল ছাড়াই টিকা দিয়ে দিয়েছে। আবার এও দেখা গেছে নিবন্ধন করেনি কিন্তু আইডিকার্ড দিয়ে ফরম পুরণ করে টিকা দিয়েছে। কিন্তু এপ্রক্রিয়া একজন শিক্ষিকা আসলে তাকে দেয়া হয়নি। কারণ তারবেলায় কোন বিশেষ ফোন আসেনি। শুধু তাই নয় একঘন্টা অপেক্ষমান থেকেও টিকা দিতে পারেনি অথচ অপেক্ষমানদের পরে এসে বিশেষ কায়দায় বাপ্পির সাথে যোগাযোগ করে ভিতরে নিয়ে আগে টিকা দিয়ে চলে গেছে। এছাড়া টিকা অপেক্ষমান টিকা গ্রহীতাদের সাথে অযথা বাক্যবানে জড়িয়ে পরে এই টিকাকর্মী বাপ্পি।
তবে এহেনো জনভোগান্তির ব্যপারে বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মো:ফয়সাল বলেন,এবিষয়ে আমি এখনই দেখছি। কোনপ্রকার অনিয়ম বরদাস্ত করা হবেনা।