বরিশাল সদর
করোনা আক্রান্ত হয়ে সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে আইসিইউতে
নিজস্ব প্রতিবেদক।। প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে। গতকাল বুধবার শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজেটিভ আবে। বর্তমানে তিনি শেবাচিম হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন আছেন। তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস। এর আগে গত মঙ্গলবার বিকালে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করলে বিজয় কৃষ্ণ দে’কে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।