বরিশাল
করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক ॥ দেশে ১৪ দিনের লকডাউন শেষে মানুষ সাভাবিক জীবন যাপনে ফেরার চেষ্টা করছে এমন পরিস্থিতিতে আজ ১৭ জুলাই শনিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের এর পক্ষ থেকে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র অসহায় ৮৩ জন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে ৮৩ জন করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়।