জাতীয়
করোনায় মৃত্যু আরো দুইজনের, শনাক্ত ৬৬৫
রিপোর্ট দেশ জনপদ ।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো দুইজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৬৬৫ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৭ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৫৫ জন। আজ রবিবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো দুইজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী দুইজনই ঢাকার বাইরের। একজন রংপুরের এবং অন্যজন নারায়ণগঞ্জের। তাঁদের একজন ষাটোর্ধ এবং বাকি একজনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। এ নিয়ে করোনায় দেশে এ পর্যন্ত ১৭৭ জন মৃত্যুবরণ করেছেন। ডা. নাসিমা আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ২১৪টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৩৬৮টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৬৬৫ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন। এ পর্যন্ত ৮১ হাজার ৪৩৪টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানান তিনি।