ঝালকাঠি
কম্পিউটার অপারেটর পদে ১০ লাখ টাকা ঘুষ!
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির ইসলামিয়া ফাজিল মাদরাসায় ১০ লাখ টাকা ঘুষের বিনিময়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়ার অভিযোগ এনে এর প্রতিবাদে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধনে অংশ নেন নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া অন্য প্রার্থীরা।
বক্তারা অভিযোগ করেন, ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসায় গত ২ সেপ্টেম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ে তিনজনকে মৌখিক পরীক্ষায় ডাকা হলেও লিখিত পরীক্ষায় প্রথম হওয়া প্রার্থীকে ডাকা হয়নি সেখানে।
তাঁর পরিবর্তে ১০ লাখ টাকার বিনিময়ে তৃতীয় স্থানে থাকা প্রার্থীকে ওই পদে নিয়োগ দেন অধ্যক্ষ।
এ ব্যাপারে মাদরাসাটির অধ্যক্ষ মো. আব্দুল কাউয়ুম বলেন, বিধি অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। যাঁরা অকৃতকার্য হয়েছেন, তাঁরাই মিথ্যা অভিযোগ দিচ্ছেন।