বরিশাল
পালিত হয়নি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি
কমিটি ঘোষণা করেই দায়িত্ব শেষ
নিজস্ব প্রতিবেদক ॥ জেলার গৌরনদী উপজেলা ও পৌর এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠণ করেই দায়িত্ব শেষ করেছে বিএনপি। কমিটি ঘোষণার পর তৃণমূল পর্যায়ে চরম বির্তকের মুখে অদ্যবর্ধি ঘোষিত কমিটির নেতৃবৃন্দরা কেউ নিজ নিজ এলাকায় পর্যন্ত ফিরতে পারেনি। ফলে শনিবার বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালিত হয়নি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায়। যেকারণে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি এসএম মনির-উজ জামান মনির ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাদের মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে প্রতিটি উপজেলায় শনিবার কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা করা হয়। সেলক্ষ্যে তারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সদ্যগঠিত বিএনপির উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেও তাদের কাউকে এলাকায় পাওয়া যায়নি। এমনকি তারাও (গঠিত কমিটির নেতৃবৃন্দ) তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে কোনধরনের যোগাযোগ করেননি, ফলে গৌরনদী উপজেলা ও পৌর এলাকার কোথাও কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালিত হয়নি।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমান বলেন, এক নেতার গঠিত পকেট কমিটি ঘোষণার পর থেকে অদ্যবর্ধি উপজেলা বিএনপির বির্তকিত কমিটির কাউকেই নিজ এলাকায় পাওয়া যায়নি। ফলে এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ে গঠিত বিএনপির কমিটির নেতৃবৃন্দদের উদ্যোগে কোন কর্মসূচি পালন করা হয়নি।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের জন্য সদ্যঘোষিত কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলেও তারা কেউ কর্মসূচি পালনের পক্ষে মতামত দেয়নি। যেকারণে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার কোথাও কেন্দ্রীয় কর্মসূচি পালিত না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সদ্য ঘোষিত কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি।