উজিরপুর
কথায় কথায় মামলা, প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর কথায় কথায় মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার প্রতিবাদে মামলাবাজ মিজানুর রহমান মিয়ার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার বেলা ১১টায় উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের সামনে ভুক্তভোগী মোস্তফা মিয়ার নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী খলিলুর রহমান মিয়া, সালাম বিশ্বাস, আব্দুস সালাম মিয়া, বনি আমিন বালী, আব্দুল আজিজ বিশ্বাস, নুরুল হাওলাদার, দেলোয়ার বিশ্বাসসহ পেরায় পাঁচ শতাধিক লোকজন অংশগ্রহণ করে।
এ সময় তারা ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলাসহ সকল মিথ্যা মামলা অচিরেই প্রত্যাহারসহ অভিযুক্ত মিজানুর রহমানকে অচিরেই গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।
ভুক্তভোগীরা জানায়, কিছু দিন আগে মিজানুর রহমান মিয়ার কুপরামর্শে তার ভাই মনিরুজ্জামান মিয়ার মাথা নিজেই কেটে তার ছোট বোন মমতাজ খানম মুক্তাকে বাদী করে ঘের কমিটির ১৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। ওই ঘটনায় এলাকাবাসী বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
এরপর ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমান তার ভাই মনিরুজ্জামানের স্ত্রী মুক্তা আক্তার মিতুকে দিয়ে আবার নাটক সাজিয়ে ২৭ নভেম্বর বরিশাল আদালতে মো: ফায়জুল হক বালী ফারাহীন, জাকির হাওলাদার, সান্টু হাওলাদার, হাফিজুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।
এ ব্যপারে জানতে মিজানুর রহমানকে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেননি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আব্দুস সালাম জানান, বিষয়টি জানা নেই, তবে খতিয়ে দেখা হবে।