সারাদেশ
ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ওয়াইফাই লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজু আহমেদ (২৪) নামের এক মিস্ত্রি নিহত হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২ দিকে উপজেলার দাশিয়ার ছড়া ছিটমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু উপজেলার চন্দ্রখানা এলাকার হযরত আলীর ছেলে। স্থানীয়রা জানান, নিহত রাজু আহমেদ উপজেলার দাশিয়ার ছড়া ছিটমহলে ওয়াইফাই লাইনের কাজ করতে যায়। পরে ওয়াইফাই লাইনের সংযোগ দিয়ে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।
ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন রশীদ বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি খুবই দুঃখজনক ঘটনা। উদ্ভূত মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণ কৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অবহিত হবার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।