জাতীয়
ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
রিপোর্ট দেশ জনপদ।। মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলেছে সংস্থাটি। রোববার ২৩ আগষ্ট দুপুরে দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়-১ এর সমন্বিত আদালতে এ মামলা দায়ের করা হয়। প্রদীপের সম্পদ অনুসন্ধান ও প্রাথমিক তদন্তে দুদকের কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পরই মামলাটি করা হয়েছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। দুদক কর্মকর্তারা জানান, ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু হয় ২০১৮ সালে। প্রাথমিক প্রমাণ পাওয়ায় এই মামলা হয়েছে।