বরিশাল
ওসি নুরুল ইসলামকে বদলী
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো; নুরুল ইসলাম পিপিএম কে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।
গত বুধবার ১৮ই আগস্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করে পুলিশ হেড কোয়ার্টার্স। বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্স এর এডিশনাল আইজি ড, মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম বার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানাগেছে।
এতে বলা হয়েছে, আগামী ২৫ আগস্ট তারিখের মধ্যে তাকে ছাড়পত্র গ্রহন করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।
প্রজ্ঞাপনে আরো উল্ল্যেখ করা হয়, ২৫ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহন না করলে ২৬ আগস্ট থেকে তিনি স্ট্যান্ড রিলিজ হয়েছেন বলে গন্য হবে।