পিরোজপুর
এহসান গ্রুপের ‘প্রতারণায়’ বৃদ্ধের স্ট্রোক
নিজস্ব প্রতিবেদক ॥ আজিজের পরিবারের দাবি, প্রতারণার অভিযোগে এহসান গ্রুপের ব্যবস্থাপক পরিচালক মো. রাগীব আহসান গ্রেপ্তারের খবর শুনে টাকার শোকে আজিজ স্ট্রোক করেন।
পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের প্রতারণায় ৪০ লাখ টাকা হারানোর শোকে এক বৃদ্ধ স্ট্রোক করেছেন বলে অভিযোগ উঠেছে।
আব্দুল আজিজ মাঝি নামে ৭০ বছরের ওই বৃদ্ধের বাড়ি জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরের চরবলেশ্বর গ্রামে।
এহসান গ্রুপের ব্যবস্থাপক পরিচালক মো. রাগীব আহসান গ্রেপ্তারের তথ্য পাওয়ার পর সোমবার রাতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়।
আজিজের পরিবারের সদস্যরা জানান, এহসান গ্রুপে আজিজের পরিবারের সবাই মিলে দেড় বছর আগে বিনা মুনাফায় ৪০ লাখ টাকা রাখেন লাভের আশায়।
তাদের দাবি, প্রতারণার অভিযোগে এহসান গ্রুপের ব্যবস্থাপক পরিচালক মো. রাগীব আহসান গ্রেপ্তারের খবর শুনে টাকার শোকে আজিজ স্ট্রোক করেন।
চরবলেশ্বর ইউনিয়নের সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘আব্দুল আজিজ মধ্যবিত্ত পরিবারের সদস্য। নিজের ও নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে ৪০ লাখ টাকা নিয়ে তিনি এহসান গ্রুপে জমা দিয়েছিলেন।’