কলাপাড়া
এবছর কুয়াকাটা সৈকতে ভেসে এলো ১৫ টি মৃত ডলফিন
নিজস্ব প্রতিবেদক ॥ কুয়াকাটা সৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় সৈকতের ঝাউবাগান এলাকায় স্থানীয় লোকজন প্রথমে এটি দেখতে পায়। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা মৃত ডলফিনটি বালু চাপা দেয়। মৃত ডলফিন টি ইরাবতী প্রজাতির। অন্তত সাত ফুট লম্বা এই ডলফিনটি কোন জালে আটকে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, এ নিয়ে এবছর কুয়াকাটা সৈকতে ১৫ টি মৃত ডলফিন ভেসে আসল।