জাতীয়
‘এক দিনের বিরতিতে গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত অর্বাচীনমূলক’
রিপোর্ট দেশ জনপদ ॥ আজ বুধবার ডা. জাফুরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে নাগরিক সমাজের সভায় এ মন্তব্য করা হয়। নাগরিক সমাজের সভা গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ কল্যান পার্টি , গণসংহতি আন্দোলন, ছাত্র যুব অধিকারী পরিষদ, গণফোরাম, বিকল্প ধারা বাংলাদেশ, মেহনতি জনতা নাগরিক মঞ্চ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এক প্রস্তাবে বলা হয়, দেশের ভয়াবহ করোনার পরিস্থিতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এই পরিস্থিতে দেশের জনগনের প্রতি সরকার সঠিক ভাবে দায়িত্ব পালন করছে না । এক দিনের বিরতিতে গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল অর্বাচীনমূলক । গনপরিবহন চালু না করে গার্মেন্টস এক দিনের ব্যবধানে চালুর সিদ্ধান্তে মানুষ বিরাট দূর্ভোগে পড়ে। হেঁটে অধিক ভাড়া দিয়ে কষ্ট জর্জরিত হয়ে পরের দিনই কাজে যোগদানের সিদ্ধান্ত অত্যান্ত অমানবিক সিদ্ধান্ত।
সভা থেকে দাবি জানানো হয়, সকাল সন্ধা কাজ করে এক সপ্তাহ মধ্যে সকল গার্মেন্টস শ্রমিকদের করোনা টিকা প্রদান করা হোক । একই সাথে আমরা দাবি করছি অবিলম্বে সকল কলেজ বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। সাথে সাথে সকল ছাত্র-ছাত্রীদের ও টিকা প্রদান করা হোক।
এছাড়া সভায় বলা হয়, সরকার ঘোষণা দিয়েছে আগামী ১১ আগস্টের তারিখের ভিতরে যারা করোনা টিকা নিবে না তাদেরকে কাজে যোগদান করতে দেওয়া হবে না এবং চলাচলের বাধা ও জরিমনা করা হবে। পর্যাপ্ত মানুষকে টিকা দানে অক্ষম সরকারের এই সিদ্ধান্ত হাস্যকর।
এসব দাবিতে আগামী ৬ আগষ্টের নাগরিক সমাজের কর্মসূচি পরিবর্তন করে ১১ আগস্ট বিকেল ৩ টায় জাতীয় শহীদ মিনারে নাগরিক সমাজের মধ্যে থেকে সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সভায়।