সারাদেশ
ঋণ শোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কাশিয়ানীতে ঋণ শোধ করতে না পেরে ফয়সাল শেখ নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের গুঘালিয়া হাটবাড়ি গ্রামের তার নির্মাণাধীন ছাদ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফয়সাল শেখ ফুকরা ইউনিয়নের গুঘালিয়া হাটবাড়ি গ্রামের বাসিন্দা।
ফয়সালের স্ত্রী জানান, আমার স্বামী কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। গত সপ্তাহে কিস্তি দিতে পারেনি বলে এ সপ্তাহে দেওয়ার কথা ছিল। টাকাটা জোগাড় করতে পারেনি বলে এমন ঘটনা ঘটাতে পারে। তবে আমাদের কাউকে কিছু বুঝতে দেননি। আমার স্বামী ভ্যানযোগে ভাঙারি জিনিসপত্র কেনাবেচা করতেন। ঋণ করার মতো হাতে তেমন কোনো টাকা ছিল না।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ফয়সাল এনজিও থেকে নেওয়া টাকা পরিশোধ করতে না পেরে এবং বেকার থাকায় সংসারের জোগান দেওয়ার চাপে আত্মহত্যা করে থাকতে পারে। মিলটন খান