বরিশাল সদর
সড়ক পথে চাঁদাবাজি বন্ধে বরিশালে গণসচেতনতামূলক প্রচারণা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণপরিবহনে স্টিকার লাগিয়ে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। গতকাল বেলা ১১টায় বরিশাল নগরের নথুল্লাবাদস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রুপাতলী বাস টার্মিনালে এ প্রচারণা চালানো হয়। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন,পরিবহনে চাঁদাবাজি দণ্ডনীয় অপরাধ। সড়ক পথে সাধারণ যাত্রীদের চলাচলের সুবিধার্থে চাঁদাবাজিসহ যে কোনো হয়রানি বন্ধে পুলিশ কঠোর অবস্থানে থেকে সড়ক পথে কৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর। এ সময় তিনি আরও বলেন, মালিক সমিতির নামে চাঁদা, শ্রমিক কল্যাণের নামে চাঁদা, কাউন্টারের ভাড়া বাবদ চাঁদাসহ কোনো প্রকার উন্নয়নের নামে চাঁদাবাজি চলবে না। উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন মজুমদার বাস টার্মিনালে গাড়ির চালক, শ্রমিক ও যাত্রীদের সাথে মতবিনিময় করে বলেন, কারো দ্বারা কোনো প্রকার হয়রানির শিকার হলে স্টিকারে প্রদত্ত মোবাইল নাম্বারে ফোন দিয়ে অভিযোগ দেয়ার সাথে সাথে সংশ্লিষ্ট চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। এসময় আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ট্রাফিক দক্ষিণ মো. মাসুদ রানা, সহকারী কমিশনার উত্তর এ এফ এম ফায়েজুর রহমান, ট্রাফিক পুলিশের টি আই, আ. রহিম,টি আই, বিদ্যুৎ চন্দ্র দে, বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন শিপন সহ বাস মালিক সমিতির নের্তৃবৃন্দ।