উজিরপুর
উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারী বুধবার দুপুর ১২ টায় উজিরপুর প্রেসক্লাবের সভাকক্ষে সভায় প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন শাহা, সাবেক সভাপতি মহসিন মিঞা লিটন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হেসায়েত উদ্দিন সরদার, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শিপন, সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, মোঃ খবির উদ্দিন হাওলাদার, মোঃ নাসির উদ্দিন বালী অপু, যুগ্ম সম্পাদক মোঃ নাসির শরীফ,কোষাধক্ষ্য মিজানুর রহমান রনি,দপ্তর সম্পাদক মাহাবুবুর রহমান, প্রচার সম্পাদক নাজমুল হক মুন্না,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল কাশেম সেন্টু,সদস্য ভবতোষ চক্রবর্তী, সৈয়দ নাজমুল ইসলাম, আহম্মেদুল কবির বিপ্লব মোল্লা, রফিকুল ইসলাম, কল্যান কুমার চন্দ, কাওছার হোসেন রাড়ী প্রমূখ।
আলোচনা সভা শেষে শতাধিক শীতার্থ দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন।