উজিরপুর
উজিরপুরে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক দুই
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় র্যাবের অভিযানে ৪৪৫ বোতল ফেনসিডিলসহ দুজন আটক।
মঙ্গলবার (০৩ আগস্ট) উজিরপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মাদক ব্যবসায়ী মোঃ আফজাল হোসেন (৪৯) ও মোঃ রঞ্জু হোসেন (৩৩)‘র বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার (০৪ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ মাদক ফেনসিডিল চালানের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উজিরপুরের ইচলাদী টোল প্লাজার সামনে বরিশালগামী মহাসড়কে চেকপোস্ট বসান র্যাব-৮ এর সদস্যরা। একপর্যায়ে রাত দেড়টার দিকে একটি মিনি ট্রাক থামিয়ে তাতে তল্লাশি চালান তারা। এসময় গাড়ী ফেলে পালানোর চেষ্টাকালে আফজাল হোসেন ও রঞ্জু হোসেনকে আটক করে র্যাব। তাদের কাছ থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করছে র্যাব।