উজিরপুর
উজিরপুরে হতদরিদ্রদের পাশে প্রবাসী দুইভাই
নিজস্ব প্রতিবেদক।।
আতংক নয় সচেতনতাই পারে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত রাখতে। এই বার্তাটি মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেয়াসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী দুইভাই। গত কয়েকদিন যাবত গ্রামের মানুষকে সচেতনতার পাশাপাশি আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের আলহাজ্ব মকবুল হোসেনের দুই ছেলে সেলিম মোল্লা ও রানা আহমেদ সায়েম মোল্লা। গতকাল মঙ্গলবার মোল্লাবাড়িতে পাঁচশতাধিক মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন প্রবাসী দুইভাই। এসময় রানা আহমেদ বলেন বিত্তবান লোকদের দেশের এই ক্রান্তিকালে সমাজের নিম্ন আয়ের ও অসহায়দের পাশে দাঁড়ানো উচিৎ। সৌদিআরব প্রবাসী দুইভাই সেলিম মোল্লা ও রানা আহমেদ আরো বলেন যতদিন করোনা ভাইরাসের সমস্যা আছে তাদের ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।