বরিশাল
উজিরপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতির জন্য ক্ষোভ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মকর্তাদের কম উপস্থিতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান।
১৪ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। নুরুল আলম বক্তিয়ারের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ফকির প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন, পাক হানাদার বাহিনী ও তার দোসররা এদেশের বুদ্ধিজীবিদের হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জন করে মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধারা লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছেন।
তবে এই গুরুত্বপূর্ণ জাতীয় প্রগ্রামে অনেক সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। সভাপতির বক্তৃতায় জয়দেব চক্রবর্তী বলেন, পাকিস্তানি হানাদার, আলবদর, আল শামসসহ এদেশের পাকিস্তানি দোসররা তালিকা তৈরী করে বাংলার শিক্ষিত মেধাবী জনগোষ্ঠী শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপপ্রয়াস চালিয়েছিল। কিন্তু তাদের সেই আশা পূর্ন হয়নি। শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই শহীদ বুদ্ধিজীবিদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলার স্বাধীনতা।