উজিরপুর
উজিরপুরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
বরিশাল জেলার উজিরপুর পৌরসভা ৫নং ওয়ার্ডে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। পৌরসভার কালির বাজারে নেপাল দাসের দোকানে চুরি সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়- শনিবার হাটবার ছিলো। সে সারাদিন বেচাকেনা করে রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় যায়। রবিবার সকাল ৭টায় দোকানে এসে দেখতে পান দোকানের তালা কেটে চোরচক্ররা দোকানের চাল, ডাল সৌর বিদ্যুতের ব্যাটারী নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রাতে বাজারে পাহাড়াদার ছিলো, তারপরেও দোকানে চুরি সংগঠিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাজার কমিটির সভাপতি আবুল বাসার বেপারী জানান- চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহীদুল ইসলাম খান, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু। উজিরপুর মডেল থানার এসআই আব্দুর রহমান ও এএসআই সুমন তালুকদার। এছাড়াও উপজেলা পরিষদ সম্মুখে প্রধান সড়কের পাশে রিয়াজ ষ্টোর নামে আরও একটি দোকানে চুরি সংঘটিত হয়।
দোকানের মালিক রিয়াজুল ইসলাম জানান- শনিবার রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়ি যান, রবিবার সকাল সাড়ে ৯টায় দোকানে এসে দেখতে পান তালা নাই সার্টার অর্ধেক খোলা দোকানে থাকা টেলিভিশন, সিগারেট, মোবাইলের মিনিট কার্ড সহ ৩০/৪০ হাজার টাকার মালামাল লুটে নেয় চোরচক্ররা।