বরিশাল
উজিরপুরে নিখোঁজ ওয়ার্কার্স পার্টি নেতার লাশ মিলল ধানক্ষেতে
উজিরপুর প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুর হেমন্ত কুমার হালদার (৬৫) নামের ওয়ার্কার্স পার্টির এক নেতার লাশ উদ্ধার ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে স্থানীয়রা লাশটি বরাকোঠা গ্রামের ধানক্ষেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশের একটি টিম এসে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে, তাকে কেউ হত্যা করে এবং লাশটি ধানক্ষেতে ফেলে গেছে। হেমন্ত কুমার হালদার গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরাকোঠা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বরাকোঠা গ্রামের মৃত রাজেন্দ্র নাথ হালদারের পুত্র ওয়ার্কার্স পার্টির বরাকোঠা ইউনিয়ন কমিটির সদস্য হেমন্ত কুমার হালদার গত সোমবার বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফিরেননি। এমনকি তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি স্বজনেরা। বুধবার সকাল ১১টা দিকে একই গ্রামের সুভাষ হালদারের তার নিজ জমিতে কাজ করতে গেলে অবিবাহিত হেমন্তর মরদেহটি দেখতে পান এবং তিনি বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেন।
উজিরপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান বলেন, উদ্ধার মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। প্রাথমিকভাবে এটি খুনের আলামত দিলেও নিশ্চিত হতে লাশটির ময়নাতদন্ত করতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তা তাৎক্ষণিক নিশিচতভাবে বলা সম্ভব হচ্ছে না।
তবে হেমন্তের ভাই প্রিয় লাল হালদার দাবি করেছেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জমির চাষাবাদ ব্লক নিয়ে দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে অভিযোগ করেন তিনি।
প্রিয় লাল জানান, তার ভাই প্রায়শই বাসা থেকে বেরিয়ে যেতেন এবং ২/৩ দিন পরে ফিরে আসতেন। কিন্তু সোমবার (৩ এপ্রিল) বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ পাওয়া গেল তার লাশ, তাও আবার ধানক্ষেতে। তিনি এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেছেন।
উজিরপুর থানা পুলিশের ওসি কামরুল হাসান বলেন, এই বিয়োগান্তের ঘটনাটিকে পুলিশও হত্যাকাণ্ড হিসেবে দেখছে। এবং একটি মামলা নথিভুক্তের প্রস্তুতি গ্রহণ করেছে।’