উজিরপুর
উজিরপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ॥ ‘কমলা রঙের বিশ্বে নারী-বাধার পথ দেবেই পাড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তর ও রাইটস্ যশোরের যৌথ আয়োজনে ইউএসএআইডি ও ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং কাউন্টার পার্ট ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে স্থানীয় বিআরডিবির’র হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ প্লাটফরমের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন বাচ্চু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক সরদার, বীর মুক্তযোদ্ধা মোঃ হাবিবুর রহমান হাওলাদার, ইউপি সদস্য মাহামুদা বেগম।
বক্তব্য রাখেন, আভাসের প্রজেক্ট অফিসার নাসরিন খানম, ইউপি সদস্য চন্দ্র শেখর মিস্ত্রী, এইড’র উজিরপুর উপজেলা সমন্বয়কারী জয়দেব চক্রবর্তী, শিক্ষক নমিতা সিকদার মালা এবং সুলতা রানী প্রমূখ।