উজিরপুর
উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগ প্রতিবন্ধী কিশোরকে পিটিয়ে রক্তাক্ত জখম
বরিশাল জেলার উজিরপুরে বাগ প্রতিবন্ধী কিশোরকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, ২২ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার উত্তর শোলক গ্রামে হাবিব মোল্লার ছেলে বাগ প্রতিবন্ধী কিশোর মেহেদী হাসান (১৭) এর সাথে ক্রিকেট খেলা নিয়ে ওই এলাকার বজলু ফকিরের ছেলে মুন্না ফকির (২৫) এর সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুন্না ফকির ও আঃ রাজ্জাক ফকিরের ছেলে লালচান ফকির (২৮), খলিল সরদারের ছেলে হোসেন সরদার (২০), ফাইজুল ফকিরের ছেলে জাহিদ ফকির (২০) সহ অজ্ঞাত কয়েকজন মিলে বাগ প্রতিবন্ধী কিশোর মেহেদী হাসানকে পরিকল্পিত শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে সংজ্ঞাহীন করে ফেলে। প্রতিবাদ করলে কিশোরের পিতা হাবিব মোল্লাকেও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় ঘটনার দিন উজিরপুর মডেল থানায় আহত কিশোরের মা শাহিদা বেগম বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এদিকে ২৩ মার্চ দুপুর বসতবাড়ির আঙ্গিনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আহতর পরিবার ও এলাকাবাসী।
এ ব্যপারে আহতর পিতা হাবিব মোল্লা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বাগ প্রতিবন্ধী ছেলেকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করে সংজ্ঞাহীন করে ফেলেছে ওই সন্ত্রাসীরা। এমনকি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ায় আরো ক্ষিপ্ত হয়ে ওঠে ওই সন্ত্রাসীরা আমাদের পরিবারের উপর পূনরায় হামলা চালানোর জন্য দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে মোহড়া দেয়। তাদের ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে রয়েছি। অভিযুক্তরা বলেন, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে শালিষ মিমাংসা হবে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।