বরগুনা
ঈশ্বর শেখ হাসিনাকে অনেকদিন বাঁচিয়ে রাখুক
নিজস্ব প্রতিবেদ॥ জীবনে স্বপ্নেও ভাবেননি পাকা ঘরে থাকবো। পরম করুনাময় ঈশ্বর শেখ হাসিনাকে আরও অনেক দিন বাঁচিয়ে রাখুক। জীবনে শেষ বয়সে এসে ঘরের চাবি ও জমির দলিল পেয়ে বরগুনার বেতাগী উপজেলার ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়নের আয়লা চান্দখালী গ্রামের ভূমিহীন ও দিনমজুর ধীরেন ও মঞ্জুরানী পরিবার। ১ ছেলে ও ১ মেয়েসহ ৪ সদস্যের এ পরিবারের সদস্যেরা আনন্দে আবেক আপ্লুত হয়ে বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য এসব আর্শীবাদ করলেন।
‘আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরগুনার বেতাগীতেও ১২টি গৃহহীন পরিবারের মাঝে বিনামূল্যে জমি ও দুর্যোগসহনীয় গৃহ হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর সারাদেশের ন্যায় এ উপজেলায় কাজিরাবাদ ইউনিয়নে ‘ভূমিহীন ও গৃহহীনদের’ জন্য নির্মিত প্রথম পর্যায় ১২টি পরিবারে দুর্যোগসহনীয় ঘর ও জমি হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব সিকদার, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, খলিলুর রহমান, নওয়াব হোসেন নয়ন, আব্দুর রব শুক্কুর, প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, সদস্য সচিব মো. শামীম সিকদার সহ সরকারি কর্মকর্তাসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ দিকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দুই কক্ষের সেমিপাকা প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা ব্যায় হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে।
উপজেলার ১২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমি হস্তান্তর করা হয়। এ মাধ্যমে এসব গৃহহীন পরিবারের মাঝে আনন্দের বন্যা বইছে। তাদের মুখে ফুটেছে হাঁসি।
শুধু এরাই নয়, একই এলাকার দিনমজুর পরিবারের মো: মোজাম্মেল ও রুজি বেগম, আনছার ও শারমিন এবং মুচি উপেন লাল ও সুজিতা ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে অশ্রুসিক্ত চোখে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।