সারাদেশ
ঈদের অগ্রিম টিকিট বিক্ষিপ্তভাবে বিক্রি করছে পরিবহনগুলো
ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাস কোম্পানিগুলো। তবে নির্দিষ্ট কোনও দিন থেকে নয়, বিক্ষিপ্তভাবে টিকিট বিক্রি করছে তারা। বড় বড় কোম্পানির বাসের অগ্রিম টিকিট গত মে মাসের শুরু থেকেই বিক্রি শুরু হয়েছে। এদিকে ছোট কোম্পানির বাসগুলো ২৯ মে থেকে ১ জুনের মধ্যে অগ্রিম টিকিট ছাড়া শুরু করে।
বুধবার (৫ জুন) গাবতলী বাস টার্মিনালের কাউন্টারগুলোয় ঘুরে এসব তথ্য জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ১৭ জুন সম্ভাব্য ঈদের দিন ধরে ১০ জুন থেকে ১৬ জুনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে বড় কোম্পানিগুলোর অগ্রিম টিকিট বিক্রি প্রায় শেষ। এক মাস আগে থেকেই তারা অনলাইনে অগ্রিম টিকিট ছাড়ে।
এদিকে ছোট কোম্পানিগুলোর কাউন্টার থেকে জানায়, ১ জুন থেকেই বেশির ভাগ বাস তাদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এর মধ্যে ১৩, ১৪ ও ১৫ জুনের টিকিটের চাহিদা বেশি। ১০, ১১ ও ১২ জুনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে কম।
গাবতলীর সোহাগ পরিবহনের কাউন্টার থেকে জানানো হয়, ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ইতোমধ্যে ১৩ জুন পর্যন্ত প্রতিটি বাসের অগ্রিম টিকিট বিক্রি শেষ। ১০ থেকে ১২ জুন পর্যন্ত কিছু বাসের টিকিট পাওয়া যাবে।
এ ছাড়া শ্যামলী, এসআর, ঈগল পরিবহনসহ অন্যান্য বড় কোম্পানির পরিবহনের কাউন্টারগুলোয় গিয়েও খোঁজ নিয়ে জানা যায়, অগ্রিম টিকিট বিক্রি তাদের প্রায় শেষ।
এদিকে ছোট কোম্পানির অগ্রিম ঈদযাত্রার টিকিট বিক্রি এখনও চলছে। ১৩ থেকে ১৫ জুনের টিকিটের চাহিদা বেশি বলে জনান এসব কাউন্টার থেকে।
গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার মাস্টার শামিম বলেন, আমরা ১ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছি। ১০ জুন থেকে ঈদ পর্যন্ত অগ্রিম টিকিট পাওয়া যাবে। তবে ১৩ জুন থেকে চাহিদা বেশি। এরই মাঝে ১০ জুন থেকে প্রতি বাসের গড়ে ১২টা করে টিকিট বিক্রি হয়েছে অগ্রিম। ঈদের সাপ্তাহখানেক আগ থেকে টিকিট বিক্রির চাপ বাড়বে।
এদিকে অগ্রিম টিকিট কিনতে আসা অনেক যাত্রী হতাশ হচ্ছে পছন্দের পরিবহনের টিকিট না পেয়ে। তার বলেন, আগে থেকে কোনও ঘোষণা না পাওয়ায় কবে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, তা জানা ছিল না। এসে দেখি বেশির ভাগ ভালো পরিবহনের অগ্রিম টিকিট বিক্রি শেষ।
আরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ভেবেছিলাম এখনও ঈদের ১০ থেকে ১২ দিনের মতো বাকি, হয়তো এসে টিকিট পাবো। কিন্তু ১৪ জুনের কোনও টিকিট নাই বেশিরভাগ বাসের। যেগুলোর আছে, সিট পছন্দ হয় না। এখন অন্য বাসগুলোয় দেখতে হবে।