বরিশাল
ইয়াবা ও নগদ টাকাসহ ফার্মেসি লিটন আটক
নিজস্ব প্রতিনিধি ॥ মরননেশা ইয়াবা ও মাদক বিক্রির নগদ পঞ্চাশ হাজার টাকাসহ মো: মশিউর রহমান লিটন ওরফে (ফার্মেসি লিটনকে) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, ফার্মেসি ব্যবসার আড়ালে এই ফার্মেসি লিটন দীর্ঘদিন মাদক বাণিজ্য চালিয়ে আসছে।
(৫ ডিসেম্বর) রবিবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে নগরীর রুপাতলি শের-ই বাংলা সড়কে ফার্মেসি লিটনের বাসায় অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় ফার্মেসি লিটনের বাসা থেকে একশত ষাট (১৬০)পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করেন তারা।
এর আগেও একাধিকবার মাদকসহ আটক হন ফার্মেসি লিটন। আটককৃত ফার্মেসি লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন এস আই ইশতিয়াক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, ফার্মেসি লিটন মাদকদ্রব্য বাণিজ্যের সাথে জড়িত ও একাধিকবার আটকও হয়েছেন, তারই ধারাবাহিকতায় নজরদারীতে রাখি লিটনকে। রবিবার সকালে গোপন সূত্রে আমরা নিশ্চিত হয়ে তার বাসায় অভিযান চালিয়ে ১৬০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ আটক করি।